শুক্রবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৩৮ মিনিটে সাংহাইয়ের পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওয়ানা করে দুপুর ২টায় জিয়ান ইয়ানলিয়াংয়ে অবতরণ করে। এটি ছিল অভ্যন্তরীণ রুটে প্লেনটির প্রথম পরীক্ষামূলক উড়ান।
পাঁচজন ক্রু নিয়ে ৭ হাজার ৮শ মিটার উচ্চতা দিয়ে ১৩শ কিলোমিটারের বেশি পথ ওড়ে সি৯১৯। এমনটি জানিয়েছে সাংহাইভিত্তিক জেট প্লেন তৈরি প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চীন।
চলতি বছরের মে মাসে প্রথম পরীক্ষামূলক উড়ান চালায় দেশটি। প্রযুক্তিখাতে এটি চীনের অন্যতম বড় সাফল্য ধরা হচ্ছে। চীন এরকম ছয়টি প্লেন তৈরির প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের শেষের দিকে দ্বিতীয়টির পরীক্ষামূলক উড্ডয়ন চালাতে পারে।
এরইমধ্যে ২৭ জন গ্রাহকের কাছ থেকে সি৯১৯ এর অর্ডার পেয়েছে। প্লেনটির সঙ্গে এয়ারবাস ৩২০ ও বোয়িং ৭৩৭ এর তুলনা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এএ