ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অপরাধ জগতের ‘বস অব দ্য বসেস’র ‍মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
অপরাধ জগতের ‘বস অব দ্য বসেস’র ‍মৃত্যু

বস অব দ্য বসেস বলা হয় তাকে। অপরাধ জগতের গডফাদারদেরও গডফাদার তিনি। বার্ধক্যজনিত কারণে সেই মাফিয়ার মৃত্যু হয়েছে।

ইতালির কুখ্যাত সন্ত্রাসী সালভাটোর টোটো রিনা ৮৭ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (১৭ নভেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

সিসিলিয়ান মাফিয়া গ্রুপের প্রধান ছিলেন তিনি।

১৯৯৩ সালে পুলিশের হাতে গ্রেফতার হন। সেই গ্রেফতারের ঘটনা নিয়ে ‘দ্য বস অব বসেস’ টিভি সিরিজও তৈরি হয়।

টোটো রিনা অন্তত ২৬ বছর জেল খেটেছেন। ১৫০ খুনের মধ্যদিয়ে খুনি হিসেবে কুখ্যাতি ছড়িয়েছে তার।

মৃত্যুর আগে পারমার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অনেকদিন কোমায় ছিলেন, এরমধ্যে তার পরিবার সাক্ষাতের সুযোগ পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।