ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের ১০ লাখ ডলার অনুদান পেলো বাংলাদেশি ২ কোম্পানি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
জাতিসংঘের ১০ লাখ ডলার অনুদান পেলো বাংলাদেশি ২ কোম্পানি ছবি: সংগৃহীত

ঢাকা:  নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে সৌর উদ্যোক্তার স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে জাতিসংঘের জ্বালানি অনুদান পেয়েছে বাংলাদেশের দুই কোম্পানি। 

জাতিসংঘ এনার্জি গ্র্যান্টের আওতায় প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার (১০ লাখ ডলার) অনুদান পেয়েছে কোম্পানি দু’টি।
   
জাতিসংঘের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, এবার জ্বালানি অনুদান পাওয়া বাংলাদেশি দুই কোম্পানি হচ্ছে গ্রামীণ শক্তি ও এমই সোলশেয়ার। প্রতিষ্ঠান দু’টির যৌথ উদ্যোগের কারণে গ্রামাঞ্চলে মানুষ অধিক সৌর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। একই সঙ্গে নবায়নযোগ্য এ বিদ্যুৎ বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবানও হচ্ছেন তারা।

বুধবার (২২ নভেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে দুই কোম্পানির প্রতিনিধির হাতে অনুদানের এ অর্থ তুলে দেওয়া হয়।
 
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ প্রকল্পের জন্য দুই কোম্পানি এ স্বীকৃতি পেয়েছে। তাদের নেওয়া প্রকল্পে গ্রামাঞ্চেলে সৌর বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমে আরও গতি আসবে। নমনীয় বিদ্যুৎ শক্তি ব্যবহারের মাধ্যমে গ্রামবাসীর অর্থও সঞ্চয় হবে। পাশাপাশি ব্যবসাও হবে।  

জাতিসংঘ বলছে, অংশীদারিত্বের মাধ্যমে অনুদানের এ অর্থ দিয়ে প্রতিষ্ঠান দু’টি ন্যূনতম ১০০ স্মার্ট গ্রিড স্থাপন করতে পারবে। যার উপকারভোগী হবেন প্রায় ১৫ হাজার মানুষ।  

এই দুই প্রতিষ্ঠান অনুদান পাওয়ায় আরও অনেকেই সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করতে অনুপ্রাণিত হবেন বলেও আশা করছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।