ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত, দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত, দাবি হুথিদের

ঢাকা: ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের হুথি মিলিশিয়ারা।

সোমবার (৪ ডিসেম্বর) হুথি নিয়ন্ত্রিত একটি রেডিও স্টেশন থেকে আলি আব্দুল্লাহ সালেহর মৃত্যুর খবর প্রচার করা হয়।

তবে সালেহর রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেস (জিপিসি) হুথিদের এ দাবি অস্বীকার করেছে।

সোমবার ইয়েমেনের রাজধানী সানায় নিজ বাসভবনে বিস্ফোরণে আলি আব্দুল্লাহ সালেহ নিহত হয়েছেন বলে দাবি করে হুথি মিলিশিয়ারা।

তবে জিপিসির মুখপাত্র আদেল আল সিয়াঘি বলেন, সালেহর মৃত্যুর খবর সঠিক নয়। তিনি হুথি সমর্থিত সংবাদ মাধ্যমগুলোকে মিথ্যে খবর পরিবেশনের দায়ে অভিযুক্ত করেন। তবে আলি আব্দুল্লাহ সালেহ এখন কোথায় সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

নিরপেক্ষ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সালেহর বাসভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার সালেহর নিরাপত্তা প্রধান হোসেইন আল হামিদি মারা গেছেন। তবে এ ঘটনারও সত্যতা নিশ্চিত করতে পারেনি তারা।

এদিকে ইরান সমর্থিত শিয়া হুথি মিলিশিয়ারা দাবি করেছে, সালেহ সমর্থিত যোদ্ধাদের হটিয়ে দিয়ে রাজধানী সানার অধিকাংশ এলাকার দখল নিয়েছে হুথি মিলিশিয়ারা। পাশাপাশি সালেহর বাসভবন সংলগ্ন আল মেসবাহি আবাসিক এলাকারও দখল নিয়েছে হুথি মিলিশিয়া বাহিনী।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।