ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া থেকে সৈন্য ফেরাতে পুতিনের নির্দেশ 

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
সিরিয়া থেকে সৈন্য ফেরাতে পুতিনের নির্দেশ  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়া থেকে রাশিয়ান সৈন্যদের আংশিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১১ ডিসেম্বর) সিরিয়ায় এক আকস্মিক সফরে এ নির্দেশনার ঘোষণা দেন তিনি। 

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, সিরিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত মাইমিম এয়ার বেজে পৌঁছে পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের বিভিন্ন বিষয়াতি নিয়ে আলোচনা হয়।

 

এর আগে ২০১৬ সালের মার্চে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের কথা ঘোষণা দিয়েছিলেন পুতিন।  

পুতিন বলেন, ‘আমি প্রতিরক্ষা মন্ত্রী ও চিফ অব জেনারেল স্টাফকে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার শুরু করতে নির্দেশ দিয়েছি। সিরিয়ায় রাশিয়ান কন্টিনজেন্ট থেকে সৈন্যদল ফিরিয়ে নিতে এই সিদ্ধান্ত নিয়েছি আমি।

তবে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হলে রাশিয়া অবশ্যই অভিযান চালাবে হুঁশিয়ারি দেন তিনি।  

রাশিয়ান প্রেসিডেন্ট বলেন, যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির কথা আমরা কখনই ভুলে যাবো না, এক্ষেত্রে সিরিয়া ও রাশিয়ায এক থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।