ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইংল্যান্ডে গাড়িতে গাড়িতে সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ইংল্যান্ডে গাড়িতে গাড়িতে সংঘর্ষে নিহত ৬ এজবাস্টন স্টেডিয়ামের কাছে বেলগ্রেভ মিডলওয়েতে দুর্ঘটনাটি ঘটে

ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের বার্মিংহাম শহরে কয়েকটি গাড়ির সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন।

স্থানীয় সময় রোববার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৭টা) শহরের এজবাস্টন স্টেডিয়ামের কাছে বেলগ্রেভ মিডলওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের একজন মুখপাত্র জানান, ইসলিংটন রো থেকে ব্রিস্টল স্ট্রিট যাওয়ার পথের অদূরে ঘটা এ সংঘর্ষে ‘বেশ ক’জন হতাহত’ হয়েছে।

পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়, ঘটনাস্থলে ‘খুবই জটিল ও হতাশাজনক’ অবস্থা বিরাজ করছে। তবে খবর পেয়েই ছুটে যাওয়া পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষের বিস্তারিত জানা না গেলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে প্রত্যক্ষদর্শীদের যোগাযোগ করতে অনুরোধ করেছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।