ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘে বাজেট কমাচ্ছে যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
জাতিসংঘে বাজেট কমাচ্ছে যুক্তরাষ্ট্র  জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের বাজেট কমানোর বিষয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র সরকার। কর্মী ব্যবস্থাপনা ও সহায়তা কার্যক্রমেও বাজেট কমানোর কথা বলেছে দেশটি। 

বুধবার (২৭ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।  

এর আগে গত রোববার (২৪ ডিসেম্বর) জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন বাজেট কমানোর কথা জানায়।

 

খবরে বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরে জাতিসংঘের বাজেট ২৮৫ মিলিয়ন ডলারের চেয়েও বেশি ছেঁটে ফেলা হবে। জাতিসংঘের কর্মী ব্যবস্থাপনা ও সহায়তা কার্যক্রমেও বাজেট হ্রাস করার কথা বলা হয়েছে।  

তবে অর্থ অনুদান কমানোর ঘোষণা দিলেও জাতিসংঘের বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান কত শতাংশ কমানো হবে সে কিছু জানা যায়নি।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেন, সংস্থাটির অদক্ষতা ও অতিরিক্ত ব্যয়ের কথা সবারই জানা। আমি যুক্তরাষ্ট্রের জনগণের ঔদার্যের সুযোগ নিতে দেবো না।

সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়  যুক্তরাষ্ট্র। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে প্রস্তাব পাস হয়।  

যুক্তরাষ্ট্রে রক্তচক্ষু উপেক্ষা করে ওই সাধারণ পরিষদের ওই সভায় ভোটে তাদের সাহায্যপুষ্ট ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র ও ইসরায়েল বাদে কাউকেই পাশে পায়নি ট্রাম্প প্রশাসন।  

উল্লেখ্য, জাতিসংঘের বার্ষিক বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান ২২ শতাংশ। এছাড়া শান্তিরক্ষা কার্যক্রমেও অর্থ দিয়ে থাকে দেশটি।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।