তাদের মধ্যে প্রথম সাক্ষাতটি হয় শীতকালীন অলিম্পিক ঘিরে দুই কোরিয়ার মধ্যে সাময়িক সখ্য ও উষ্ণতার সুবাদে। শুক্রবার রাতে উভয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পরস্পরের সঙ্গে হাত মেলান।
প্রেসিডেন্ট মুন শনিবার সিউলের প্রেসিডেন্ট প্রাসাদ ‘ব্লু হাউস’-এ উত্তর কোরীয় প্রেসিডেন্টের বোনের সম্মানে মধ্যাহ্ন ভোজ ও একটি বৈঠকের আয়োজন করেন।
কিম ইয়ো জং শুক্রবার তার বড় ভাই প্রেসিডেন্ট কিম জং উনের ব্যক্তিগত বিমানে চড়ে দক্ষিণ কোরিয়ায় উড়ে যান। পরে তিনি অন্যান্য উত্তর কোরীয় কর্মকর্তার সঙ্গে পিয়েঅংচাংয় শহরে শীতকালীন অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম করমর্দন হয়। তারা দুজনে দুদেশের যৌথ দলের কুচকাওয়াজ চলাকালে খেলোযাড়দের করতালি দিয়ে অভিনন্দিত করেন। এবার অভিন্ন পতাকা হাতে দুদেশের খেলোয়াড়েরা মার্চ পাস্ট করেছেন।
উত্তর কোরিয়ার নমিনাল হেড অব স্টেট হিসেবে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অবশ্য কিম ইয়ং নাম। তবে এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যটির নাম যে ২৮ বছর বয়সী কিম ইয়ো জং সেকথা সবাই জানে।
শনিবার দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুনের আমন্ত্রণে সাড়া দিয়ে কিম ইয়ো জং তার প্রতিনিধিদল নিয়ে ব্লু হাইসে প্রবেশ করেন। প্রেসিডেন্ট মুন তাদের স্বাগত জানান এবং সসম্মানে আলোচনাকক্ষে নিয়ে যান।
শীতকালীন অলিম্পিক দেখতে আসায় কিম ইয়ো জং-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩০০ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
জেএম