ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৮ তীর্থযাত্রী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৮ তীর্থযাত্রী নিহত  চন্ডিগড়-মানালি মহাসড়কের উপত্যকা। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ মার্চ) সকালে হিমাচলের বিলাসপুর জেলার চন্ডিগড়-মানালি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

তীর্থযাত্রীদের সবার বাড়িই পাঞ্জাবের অমৃতসর শহরের কাছে কালি ঘানপুর গ্রামে। ব্যক্তিগত গাড়িতে করে কুল্লুর একটি মন্দিরে ভ্রমণ করছিলেন তারা।

 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মানালির কুল্লু জেলায় অবস্থিত শিখ মন্দির মানিকরণে পূজা দিয়ে ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি ফিরছিলেন এই তীর্থযাত্রীরা। তাদের বহনকারী গাড়িটি স্বরঘাট এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় কবলিত হয়।  
 
এতে ঘটনাস্থলেই ৮জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় নালাগড় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ জানায়, নিহতদের বেশির ভাগই একই পরিবারের সদস্য।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, আইনোভা ব্র্যান্ডের গাড়িটিতে লোকজনে ঠাসা ছিল। চলন্ত গাড়িটি মোড় নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা পাশের উপত্যকায় পড়ে যায়।   
 
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।