ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘মানিক’কে ছাপিয়ে গেলো মোদীর ‘হীরা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
‘মানিক’কে ছাপিয়ে গেলো মোদীর ‘হীরা’ বিজেপির পতাকা।

ঢাকা: টানা পঁচিশ বছর শাসনের পর এবার লাল দুর্গে হানা দিলো গেরুয়া। ২০১১ সালে পশ্চিমবঙ্গে পতনের পর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরাতে লাল ঝাণ্ডা নিয়ে উড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 

কিন্তু এর সাতবছর পর এবার ত্রিপুরাতেও পতন হলো দীর্ঘ বাম শাসনের। আর এতে টনিকের মতো যেনো কাজ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মানিক ফেলে হীরা আনুন’ মন্ত্র।

 

নির্বাচনের আগে দিল্লি থেকে ভোট চাইতে বারবার উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যে উড়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তখন তিনি ত্রিপুরাবাসীকে আহ্বান জানান, ‘‘মানিক ফেলে এবার ‘হীরা’ চাই। ’’

আরও পড়ুন>>
** 
ত্রিপুরার নির্বাচনী ফলে ঘুম উবেছে মমতার

তিনি বলেন, ‘ভাগ্য বদলাতে অনেকে ঝুটো গ্রহরত্ন ধারণ করেন। তবে ত্রিপুরাবাসীর উচিত নকল মানিক ছেড়ে হীরার হার পরার। ’

‘HIRA’র বিশ্লেষণ করে মোদী বলেন, এইচ মানে উন্নত হাইওয়ে, আই মানে ইন্টারনেট যোগাযোগ, আর মানে রেল পরিষেবা এবং এ বলতে এয়ারওয়েজ মানে উন্নত বিমান ব্যবস্থা৷ বিজেপি ক্ষমতায় এলে এগুলো নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

তার সেই আহ্বানে যেনো বেশ কাজ হয়েছে, যা বোঝা গেলো  ভোট গণনার পর। শনিবার (০৩ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়।  

তবে প্রথম থেকেই খবর আসছিল- বিজেপির এগিয়ে থাকার। এ নিয়ে উল্লাসও করেছেন কর্মী-সমর্থকরা। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, স্থানীয় সময় দুপুর পর্যন্ত ৫৯টি আসনের মধ্যে বিজেপি ও তার সহযোগী দল আইপিএফটি ৪১টি আসনে জয়ী হয়েছে। আর মানিক সরকারের সিপিএম জিতেছে মাত্র ১৮ আসনে।

খবরে বলা হয়েছে, রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকাগুলো ছিল বামদের ঘাঁটি। তবে জনসমর্থনের সেই ভিত্তিতে যেনো এবার ধস নেমেছে। ২০১৩ সালে ত্রিপুরা বিধানসভায় কোনো আসন না পেলেও ৫ বছরের মধ্যেই যাবতীয় হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে বিজেপি।

তবে বিজেপি সাফল্যের পেছনে শুধু মোদী ‘মন্ত্র’কে একক কৃতিত্ব দিতে রাজি নন বিশ্লেষকরা। তারা বলছেন, ২৫ বছরের নিরবচ্ছিন্ন বাম শাসনে রাজ্যে প্রতিষ্ঠান বিরোধিতা সৃষ্টি হয়েছে। যা নির্বাচনের আগেও বিভিন্ন নেতার বক্তব্যে ফুটে উঠেছে। নির্বাচনের ফলই যেনো সেই বিরোধিতারই জবাব।  

তবে ত্রিপুরায় এমনটা হতে পারে তা কখনও হয়তো ভাবতেও পারেননি মানিক কিংবা তার দলের নেতারা। মানিক বলেছিলেন, ‘এবারও বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বামফ্রন্ট। ’
 
সব মিলিয়ে ২০১১ সালে পশ্চিমবঙ্গে তৎকালীন বুদ্ধদেবকে যেভাবে বিদায় নিতে হয়েছিল, সেই একই ভাবে যেন বিদায় নিতে হচ্ছে মানিককেও।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।