ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জয়েও হোঁচট কংগ্রেসের, মেঘালয়ে সরকার গড়বে বিজেপির মিত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
জয়েও হোঁচট কংগ্রেসের, মেঘালয়ে সরকার গড়বে বিজেপির মিত্র মেঘালয়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নেবেন কনরাড সাংমা (বাঁয়ে)। ছবি-সংগৃহীত

ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিজেপি ও বিজেপির মিত্রদের জয়রথ এগিয়ে চলেছে। মেঘালয় রাজ্যে সবচেয়ে বেশি আসন পেয়েও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে সরকার গঠন করতে পারছে না কংগ্রেস। এ সুযোগে সরকার গঠন করতে যাচ্ছে ৩৪ আইন প্রণেতার সমর্থনপুষ্ট বিজেপির মিত্র দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)

ভারতীয়  সংবাদ মাধ্যমগুলো বিজেপি নেতা হীমন্ত বিশ্বশর্মার বরাত দিয়ে জানায়, বিজেপির মিত্র দল এনপিপির নেতা কনরাড সাংমাই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। ৬ মার্চ মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী   হিসেবে শপথ নেবেন।

ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির (ইউডিপি) নেতা ড. ডংকুপার রায় রোববার সন্ধ্যায় কনরাড সাংমার এনপিপির প্রতি তার দলের সমর্থন ঘোষণা করার পর সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় এনপিপি। কংগ্রেস মরিয়া চেষ্টা চালিয়েও ইউডিপির মন গলাতে পারেনি।

ইউডিপির সমর্থন আদায় করতে কংগ্রেসের পক্ষে বিদায়ী প্রধানমন্ত্রী মুকুল সাংমা আর এনপিপির পক্ষে বিজেপি নেতা হীমন্ত বিশ্ব শর্মা নাটকীয়ভাবে একই সময়ে ড. ডংকুপার রায়ের বাড়িতে গিয়ে হাজির হন।

ভাগ্যের শিকেটা ছেড়ে এনপিপির পক্ষে।

প্রয়োজনীয় সংখাগরিষ্ঠতা পেয়ে যাওয়ার পর এনপিপি নেতারা রাজ্যের গভর্নর গঙ্গাপ্রসাদের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। গভর্নর তখন তাকে এ বিষয়ে আমন্ত্রণ জানান।

বেশি সংখ্যক আসনে জয়ী হয়েও গোয়া, মণিপুর ও মেঘালয়-- এ তিন রাজ্যে জোট গঠনে ব্যর্থতার পরিচয় দিল কংগ্রেস।

প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবার পর পরবর্তী মুখ্যমন্ত্রী কররাড সাংমা এক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘দুর্নীতিবাজ কংগ্রেস সরকারের অপশাসনে মানুষ বীতশ্রদ্ধ। তারা একটা পরিবর্তন চেয়েছিল। তা তারা পেতে যাচ্ছে। ’’

আর বিদায়ী মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বিজেপির সমালেঅচনা করে বলেন, বিজেপি পরের ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে ঘায়েল করলো। ’’

বাংলাদেশ সময়: ১২৫২, মার্চ ০৫, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।