ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষমতার পালাবদলে ভেঙে দেওয়া হলো লেনিনের মূর্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
ক্ষমতার পালাবদলে ভেঙে দেওয়া হলো লেনিনের মূর্তি পেলোডার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় লেনিনের মূর্তি

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) শোচনীয় পরাজয়ের পর দলটির নেতাকর্মীরা বিজয়ী বিজেপির আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এবার খবর মিললো বামদের আদর্শিক নেতা ভ্লাদিমির লেনিনের মূর্তিও বিজেপির আক্রোশের শিকার হয়েছে। 

সোমবার (৫ মার্চ) দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার কলেজ স্কোয়ারে লেনিনের মূর্তিটি পেলোডার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। ফাইবার গ্লাসে তৈরি মূর্তিটি ক’মাস আগেই উন্মোচন করেছিলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য প্রকাশ করাত।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পেলোডার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে লেনিনের মূর্তি। সেসময় আশপাশে স্লোগান দিচ্ছিলেন বিজেপি কর্মীরা। সিপিএমের অভিযোগ, পেলোডার চালককে মাতাল বানিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বিজেপি কর্মীরা।  

ওই চালককে পুলিশ গ্রেফতার করলেও ঘটনার পর সিপিএম টুইট করে প্রশ্ন ছুড়েছে, ‘এই গণতন্ত্রের কথাই কি বড়াই করে বলেন প্রধানমন্ত্রী (বিজেপি নেতা) নরেন্দ্র মোদি। ’ 

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পরই সরকার গড়তে চলা বিজেপি জানিয়ে দিয়েছে, আগরতলা ও সংলগ্ন এলাকায় সাম্যবাদের প্রবর্তক কার্ল মার্ক্স ও লেনিনের নামে যেসব রাস্তা রয়েছে, সেসবের নাম বদলে দেশের স্বাধীনতাগ্রামীদের নামে রাখা হবে।

লেনিনের মূর্তি ভেঙে ফেলার বিষয়ে সিপিএম বিলোনিয়া উপ-বিভাগীয় কমিটির সচিব তাপস দত্ত বলেন, একদল বিজেপি সমর্থক প্রথমে আমাদের পার্টির কার্যালয় আক্রমণ করতে আসে, প্রতিরোধের মুখে তারা পিছু হটে। কিন্তু সেখান থেকে গিয়ে তারা লেনিনের মূর্তি উপড়ে ফেলে।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।