ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেন দুর্ঘটনায় চিকিৎসাধীন ১৯, হাসপাতাল ছাড়লেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
প্লেন দুর্ঘটনায় চিকিৎসাধীন ১৯, হাসপাতাল ছাড়লেন ৩ জন দুর্ঘটনাকবলিত প্লেনের উদ্ধার কার্যক্রম চলছে/ফাইল ছবি

নেপালের কাঠমাণ্ডুতে ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২২ জনের মধ্যে ৩ জন হাসপাতাল ছেড়েছেন। তবে এখনো ১৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১০ জন বাংলাদেশি।

ত্রিভুবন বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী জানান, চিকিৎসাধীন ২২ জনের মধ্যে ৩ জন বুধবার (১৪ মার্চ) সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তারা সবাই নেপালি নাগরিক।

আর চিকিৎসাধীন ১৯ জনের মধ্যে ১০ জন বাংলাদেশি।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেপালে গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটির স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় (বাংলাদেশ সময় সোয়া ২টা) দুর্ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।  

গত ১২ মার্চ অবতরণের সময় দুপুর ২টা ১৮ মিনিটে ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইটি ত্রিভুবন বিমানবন্দরের রানওয়ের পাশে ছিটকে পড়ে। এতে ৭১ আরোহীবাহী প্লেনটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় দিনভর নিহতের খবর বাড়তে থাকলে এক পর্যায়ে নেপালি পুলিশ তা ৪৯ বলে নিশ্চিত করে।  

পরবর্তীতে চিকিৎসাধীন আরো দুইজনের মৃত্যু হলে শেষ পর্যন্ত ওই দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যুর খবর জানায় স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১৪,২ ০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।