ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় শপিংমলে আগুন, নিহত ৩৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
রাশিয়ায় শপিংমলে আগুন, নিহত ৩৭ ছবি: সংগৃহীত

রাশিয়ার কেমেরোভোর সাইবেরিয়ান শহরের শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

রোববার (২৫ মার্চ) রাত ১০টার দিকে উইন্টার চেরি নামের একটি ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়।  

বিবিসিসহ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩ হাজার ৬০০ কিলোমিটার পূর্বে কেমেরোভোর সাইবেরিয়ান শহরের উইন্টার চেরি নামের শপিংমলের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এতে আহত ও নিখোঁজ রয়েছেন অনেকে।

গণমাধ্যম বলছেন, রাশিয়ার অন্যতম কয়লা উৎপাদনকারী এই শহরের উইন্টার চেরি কমপ্লেক্স ভবনের সিনেমা হল ও বিনোদন কমপ্লেক্সের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর মিনেমা হল থেকে ১৩ জনের মরদেহ ও ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও ২০০ জনকে বের করে আনা হয়েছে। কিন্তু অতিরিক্ত ধোঁয়ার কারণে অনেক নারী ও শিশু আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায়, মানুষ বাঁচার জন্য ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
কেমেরোভোর এলাকার জরুরি বিভাগের উপ-প্রধান ইয়েভজি ডেইডুকিন বলেন, আগুন প্রায় ১৫শ’ বর্গমিটার জুড়ে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ২৮৮ জন নিরাপত্তা কর্মী, ৬২টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।
 
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে রাশিয়া কর্তৃপক্ষ।

২০১৩ সালে শপিং সেন্টারটি চালু হয়। জনপ্রিয় এই শপিং সেন্টারে চিড়িয়াখানাও রয়েছে। যেখানে গিনিপিগ, ছাগল, বিড়ালসহ নানা পশু রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮, আপডেট: ০৫২৮ ঘণ্টা
এমএফআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।