ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেগানের বিয়েতে থাকছেন না বাবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৮
মেগানের বিয়েতে থাকছেন না বাবা টমাস মারকেল ও মেগান মারকেল

মাত্র কয়েকদিন পরেই ব্রিটেনের যুবরাজ হ্যারি গাঁটছড়া বাঁধবেন তার দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী মেগান মারকেলের সঙ্গে। তবে মেয়ের বিয়েতে উপস্থিত থাকবেন না মেগানের বাবা টমাস মারকেল। 

মেক্সিকোতে তার বাড়িতে বসে টমাস শোবিজ বিষয়ক ওয়েবসাইট টিএমজেডকে বলেন, আমি প্রিন্স হ্যারির সঙ্গে মেগানের বিয়েতে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছি।  

ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদ ‘কেনসিংটন প্যালেস’ এক বিবৃতিতে জানিয়েছে, এটা টমাসের একান্ত ব্যক্তিগত বিষয়।

ছবি কেলেঙ্কারির জন্য টমাস বিয়েতে হাজির হচ্ছেন না বলে মনে করা হচ্ছে। এর আগে মেয়ের বিয়েতে তিনি কী কী প্রস্তুতি নিচ্ছেন তা কয়েকটি ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।  

ছবিতে দেখা গেছে, তিনি মেগানের বিয়েতে পরার জন্য স্যুটের মাপ দিচ্ছেন। আরেক ছবিতে দেখা গেছে, তিনি মেগানের বিয়ের খবর সংবাদপত্রে পড়ছেন।  

টমাসের বরাত দিয়ে টিএমজেড বলছে, মেগানের বিয়েতে উপস্থিত হয়ে তাকে বিব্রত না করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন টমাস।  

টিএমজেড’র রিপোর্টে বলা হয়েছে, মাত্র এক সপ্তাহ আগে টমাসের হার্ট অ্যাটাক হয়েছে। অসুস্থতার কারণেও তিনি অনুপস্থিত থাকতে পারেন।  

তবে তিনি বিয়েতে উপস্থিত থাকবেন কি না এ বিষয়ে রাজপরিবার থেকে কিছু বলা হয়নি।  

বিবিসির রাজপরিবারের করেসপন্ডেন্ট নিকোলাম উইচেল জানান, মেগান তার বাবার জন্য উদ্বিগ্ন।  

মেগানের বরাত দিয়ে উইচেল বলেন, টমাস কিছুটা লাজুক ও অন্তর্মুখী স্বভাবের।

মেগান মারকেলের সৎবোন সামান্থা মারকেল এক টুইট বার্তায় গণমাধ্যমে ছড়িয়ে পড়া টমাসের ছবির জন্য তিনি নিজেকে দায়ী করেছেন।

টুইটে তিনি বলেছেন, গণমাধ্যম বাবার যেসব ছবি নিচ্ছিলো তাতে তাকে একবারেই ভালো দেখাচ্ছিল না। এজন্য আমি তাকে ভালোভাবে পোজ দিতে বলি। রাজপরিবারের সম্মানের কথা ভেবেই আমি একথা বলি। এজন্য তিনি কোনো আর্থিক সুবিধা নেননি।

আগামী ১৯ মে সেন্ট জর্জ চ্যাপেলে দু’জনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের পর তারা থাকবেন লন্ডনের আরেক রাজপ্রাসাদ কেনসিংটন প্যালেসের নটিংহ্যাম কটেজে।

২০১৬ সালের জুলাই থেকে চুটিয়ে প্রেম করছেন ৩৩ বছর বয়সী হ্যারি ও ৩৬ বছর বয়সী মেগান।  

প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার কনিষ্ঠপুত্র হ্যারির পুরো নাম হেনরি চার্লস আলবার্ট ড্যাভিড। রয়্যাল মিলিটারি অ্যাকাডেমিতে পড়াশোনা করা হ্যারি ব্রিটিশ সামরিক বাহিনীর ক্যাপ্টেন। ব্রিটিশ রাজসিংহাসনের পঞ্চম উত্তরসূরী তিনি।

লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া মেগানের পুরো নাম রাচেল মেগান মারকেল। মা সমাজকর্মী ও যোগব্যায়াম পরামর্শক ডরিয়া র‌্যাগল্যান্ড ও বাবা আলোক নির্দেশক টমাস মারকেল। মেগান পড়াশোনা করেছেন ইলিনয় অঙ্গরাজ্যের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে। ব্রিটেনের জনগণের কাছে অনেকটা অপরিচিত হলেও হলিউডে আছে মেগানের বেশ জনপ্রিয়তা।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ১৫, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।