ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিহত ৪ বাংলাদেশি শান্তিরক্ষীকে সম্মাননা দেবে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মে ২৫, ২০১৮
নিহত ৪ বাংলাদেশি শান্তিরক্ষীকে সম্মাননা দেবে জাতিসংঘ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে পালন হয়

ঢাকা: শান্তিরক্ষা মিশনে ২০১৭ সাল পর্যন্ত কর্তব্য পালনকালে নিহত চার বাংলাদেশিসহ ১২৯ শান্তিরক্ষী ও বেসামরিক কর্মীকে সম্মাননা দেবে জাতিসংঘ।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আগামী ২৯ মে (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা জানানো হবে।

দিবসটি পালনে একটি স্মরণসভার অয়োজন করা হবে।

এতে সভাপতিত্ব করবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস।  সভায় নিহত ১২৯ শান্তিরক্ষী ও বেসামরিক কর্মীকে মরণোত্তর সম্মাননায় ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দেওয়া হবে।

বাংলাদেশের যে নিহত চার শান্তিরক্ষী এ সম্মাননা পাবেন তারা হলেন- গত বছরের ৫ জানুয়ারি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দায়িত্বরত অবস্থায় নিহত সেনাবাহিনীর সৈনিক আব্দুর রহিম এবং ওই বছরের ২৪ সেপ্টেম্বর মালিতে দায়িত্বরত অবস্থায় নিহত সিপাহি মনোয়ার হোসেন, ল্যান্স করপোরাল জাকিরুল আলম সরকার এবং সার্জেন্ট আলতাফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।