হংকংভিত্তিক সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে, বেইজিং আফগানিস্তানে প্রশিক্ষণ ঘাঁটি নির্মাণ করছে। যেখানে চীনের সৈন্যদেরও পাঠানো হতে পারে।
বুধবার (২৯ আগস্ট) চীন খবরটি প্রত্যাখ্যান করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়াং বলেন, প্রতিবেদনে প্রকাশিত খবর সত্য নয়। যেহেতু ঘাঁটি নির্মাণ ও প্রশিক্ষণের ব্যাপারটি সত্য নয়, সেহেতু বাস্তবে এটির ভিত্তি নেই; এটা অসত্য। ফলে এ সম্পর্কিত যে কোনো খবর স্বাভাবিকভাবেই মিথ্যা।
তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ওয়াখান করিডোরে ঘাঁটি নির্মাণ করছে চীন। এ করিডোরটি দেশ দু’টির মধ্যে সংযোগ ঘটিয়েছে।
হংকংয়ের এই সংবাদমাধ্যমের আগে আরও অনেকেই আফগানিস্তানে চীনের সামরিক ঘাঁটি নির্মাণের খবর দিয়েছিলো। তবে বেইজিং বরাবরই এ সম্পর্কিত অভিযোগ অস্বীকার করে আসছে।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এএইচ