ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে সেনা ঘাঁটি নির্মাণের খবর উড়িয়ে দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
আফগানিস্তানে সেনা ঘাঁটি নির্মাণের খবর উড়িয়ে দিলো চীন সামরিক ঘাঁটি নির্মাণের খবরের বিষয়টি উড়িয়ে দিয়েছে চীন

ঢাকা: আফগানিস্তানে চীনের সামরিক ঘাঁটি নির্মাণের খবরের বিষয়টি উড়িয়ে দিয়েছে চীন। তারা বলেছে, এ ধরনের কোনো পরিকল্পনাই নেই বেইজিংয়ের।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে, বেইজিং আফগানিস্তানে প্রশিক্ষণ ঘাঁটি নির্মাণ করছে। যেখানে চীনের সৈন্যদেরও পাঠানো হতে পারে।

 

বুধবার (২৯ আগস্ট) চীন খবরটি প্রত্যাখ্যান করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়াং বলেন, প্রতিবেদনে প্রকাশিত খবর সত্য নয়। যেহেতু ঘাঁটি নির্মাণ ও প্রশিক্ষণের ব্যাপারটি সত্য নয়, সেহেতু বাস্তবে এটির ভিত্তি নেই; এটা অসত্য। ফলে এ সম্পর্কিত যে কোনো খবর স্বাভাবিকভাবেই মিথ্যা।  

তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।  

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ওয়াখান করিডোরে ঘাঁটি নির্মাণ করছে চীন। এ করিডোরটি দেশ দু’টির মধ্যে সংযোগ ঘটিয়েছে।  

হংকংয়ের এই সংবাদমাধ্যমের আগে আরও অনেকেই আফগানিস্তানে চীনের সামরিক ঘাঁটি নির্মাণের খবর দিয়েছিলো। তবে বেইজিং বরাবরই এ সম্পর্কিত অভিযোগ অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।