স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত।
দেশটির ১৩তম প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ড. আরিফ আলভি, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমল প্রধান ফজলুর রেহমান ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রবীণ নেতা আইতজাজ আহসান।
দেশটির সিনেট এবং নব নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের (সম্মিলিতভাবে যাকে বলা হয় ইলেকটোরাল কলেজ অব পাকিস্তান) ভোটে নির্বাচিত হবে পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট।
এ নির্বাচনে জাতীয় পরিষদ ও সিনেট সদস্যরা ভোট দিচ্ছেন জাতীয় পরিষদ হলে। এদিকে প্রাদেশিক পরিষদের প্রতিনিধিরা তাদের প্রাদেশিক পরিষদে ভোট দিচ্ছেন।
ভোটগ্রহণের সময় মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।
জানা যায়, আগামী ৯ সেপ্টেম্বর বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসাইনের মেয়াদ শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এএইচ/এনএইচটি