ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
পাকিস্তানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ পাকিস্তানে চলছে ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

ঢাকা: পাকিস্তানে চলছে ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। রাজধানীর পার্লামেন্ট হাউস ছাড়াও লাহোর, করাচি, পেশওয়ার ও কোয়েটারে প্রাদেশিক পরিষদের গোপন ব্যালটে ভোট দেওয়ার মধ্য দিয়ে নির্বাচিত হবে দেশটির নতুন প্রেসিডেন্ট।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত।

দেশটির ১৩তম প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ড. আরিফ আলভি, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমল প্রধান ফজলুর রেহমান ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রবীণ নেতা আইতজাজ আহসান।

 

দেশটির সিনেট এবং নব নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের (সম্মিলিতভাবে যাকে বলা হয় ইলেকটোরাল কলেজ অব পাকিস্তান) ভোটে নির্বাচিত হবে পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট।  

এ নির্বাচনে জাতীয় পরিষদ ও সিনেট সদস্যরা ভোট দিচ্ছেন জাতীয় পরিষদ হলে। এদিকে প্রাদেশিক পরিষদের প্রতিনিধিরা তাদের প্রাদেশিক পরিষদে ভোট দিচ্ছেন।  

ভোটগ্রহণের সময় মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।  

জানা যায়, আগামী ৯ সেপ্টেম্বর বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসাইনের মেয়াদ শেষ হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।