২০০১ সালের ১১ সেপ্টেম্বর যাত্রীবাহী দুটি প্লেনের আঘাতে ধসে পড়েছিল টাওয়ারটি। এতে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়।
সে সময় এটির নাম ছিল কোর্টল্যান্ড স্ট্রিট। এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মরণে নতুন করে ‘ডব্লিউটিসি কোর্টল্যান্ড স্টেশন’ নামে চালু করা হলো।
শনিবার (০৮ সেপ্টেম্বর) স্টেশনটি চালু করা হয়। এরপর দুপুরে স্টেশনটি থেকে প্রথম ট্রেন ছেড়ে যায়। এসময় লোকজন ট্রেনটিকে স্বাগত জানায় বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়। নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) চেয়ারম্যান জো লোতা বিবৃতিতে জানিয়েছেন, স্টেশনটি এখন সাবওয়ে নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। এছাড়া স্টেশনটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাইট পুনরুদ্ধারের প্রতীক। উল্লেখযোগ্য একটি সমাধান এটি চালু করা।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
টিএ