ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কূটনৈতিক তৎপরতায় ২ কোরিয়ার লিয়াজোঁ অফিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
কূটনৈতিক তৎপরতায় ২ কোরিয়ার লিয়াজোঁ অফিস লিয়াজোঁ অফিস খুলেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া

ঢাকা: দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের জন্য লিয়াজোঁ অফিস খুলেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। কোরিয়ান যুদ্ধের পর এবার প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিলো দেশ দু’টি। 

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা য়ায়।  

লিয়াজোঁ অফিসটি উত্তর কোরিয়ার সীমান্তে স্থাপন করা হয়েছে।

এতে উভয় দেশের ২০ জন কর্মী কাজ করবেন বলে প্রতিবেদনে জানা গেছে।  

সিউলের একত্রীকরণ বিষয়ক মন্ত্রী চো জিয়ং মিয়ং বলেন, যেকোনো ইস্যু নিয়ে এখানে ২৪ ঘণ্টা, ৩৬৫ দিনই আলোচনা করা যাবে।

কিছুদিন পরই দুই কোরিয়ার নেতারা বৈঠকে বসবেন। ১৮ সেপ্টেম্বর থেকে তৃতীয়বারের মতো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনের বৈঠকে বসার কথা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, লিয়াজোঁ অফিস চালুর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনার অগ্রগতি না হলেও কোরিয়ার দেশ দু’টি তাদের নিজেদের বন্ধনে দৃঢ়প্রতিজ্ঞ।

পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করছেন।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, এসব ব্যাপারে লিয়াজোঁ অফিস তাদের খুবই সাহায্য করবে, এটাই আশা।

এর আগে উভয়পক্ষ বিশেষ টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করতো বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।