তথ্যমতে, এই ৩০ লাখের মধ্যে ৭৫ শতাংশ পুরুষ। এছাড়া মোট মৃত্যুর সর্বোচ্চ ২৮ শতাংশ মারা গেছে আঘাতপ্রাপ্ত হয়ে, পরিপাকতন্ত্রের রোগে মারা যায় ২১ শতাংশ আর ১৯ শতাংশের মৃত্যুর কারণ কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার।
কোনো মাত্রায় অ্যালকোহল বা মদপানই স্বাস্থ্যের জন্য সুখকর নয় বলে উঠে এসেছে গবেষণায়।
বিশ্বের পাঁচ শতাংশ রোগের জন্য সরাসরি দায়ী অ্যালকোহল। এছাড়া ২শর বেশি রোগ ও দুর্ঘটনা ঘটনায়। ইউরোপে মদপানে মৃত্যুর হার সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ডা. টেডরস আদহানম গেবারিয়াসেস বলেন, স্বাস্থ্যকর সমাজ গঠনে মারাক্তক ক্ষতিকর এ অ্যালকোহলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার এখনই সময়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রায় দুই কোটি ৩০ লাখ মানুষ অ্যালকোহল সেবন করে। এবং অধিকাংশ ব্যক্তি ১৫ বছর বয়সের আগেই প্রথম অ্যালকোহল সেবন শুরু করে।
স্পিরিট হিসেবে ৪৫ শতাংশ, বিয়ার ৩৪ শতাংশ, ওয়াইন হিসেবে ১২ শতাংশ সেবন করা হয়। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে কোনো ধরনের অ্যালকোহলই শরীরের জন্য ভালো নয়।
বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এএ