যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) বরাত দিয়ে শনিবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়। খবরে বলা হয়, এ সিদ্ধান্তে সবচেয়ে বিপাকে পড়বেন ভারতীয় নারীরা।
এইচ-৪ ভিসা ইস্যু করে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। যাদের এইচ ১বি ভিসা রয়েছে (সাধারণত প্রযুক্তিসহ উচ্চতর দক্ষতা প্রয়োজন এমন খাতের কর্মীরা এমন ভিসা পেয়ে থাকেন), তাদের পরিবারের সদস্যরা (স্ত্রী ও ২১ বছরের বেশি বয়সী সন্তান) এইচ-৪ ভিসা পেয়ে থাকেন। ভারতীয়রাই এ ভিসা বেশি ব্যবহার করেন।
ডিএইচএস বলছে, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আদালত এ আইনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এইচ ১বি ভিসা প্রাপ্ত অ-অভিবাসীদের পরিবারের এইচ৪ ভিসা প্রাপ্তদের ভিনদেশি হিসেবে গণ্য করা হবে।
ডিএইচএস আরও বলছে, তিন মাসের মধ্যে হোয়াইট হাউসের বাজেট ব্যবস্থাপনা অফিসে নতুন এ আদেশের বিষয়টি জমা দেওয়া হবে।
খবরে বলা হচ্ছে, এইচ ১বি ভিসার নীতির বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। তাদের অনুমান এ ভিসার অপব্যবহার করেছে কোম্পানিগুলো।
গত বছরের ডিসেম্বরে প্রায় ১ লাখ ২৭ হাজার এইচ-৪ ভিসা ব্যবহারকারীর চাকরির আবেদন করে গ্রহণ করে ইউএসসিআইএস।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এএইচ