মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পালু শহরের ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রের ১৮ দশমিক ১ কিলোমিটার গভীরে স্থানীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে ৬.১ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে।
এর ঠিক দুই মিনিট পর বিকেল ৩টা ৩ মিনিটে পালুর ৭৭ কিলোমিটার উত্তর-পূর্বে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এসব ভূমিকম্পে কেউ আহত হওয়ার কথা জানা যায়নি।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ ইন্দোনেশিয়া। মাসখানেক আগে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ নিহত হন। ভূমিকম্পের পর প্রায় চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনএইচটি