ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুসলিম ব্রাদারহুডের নেতা বদির পুনর্বিচারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
মুসলিম ব্রাদারহুডের নেতা বদির পুনর্বিচারের নির্দেশ মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বদি

ঢাকা: মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বদি ও দলের অন্য জ্যৈষ্ঠ নেতাদের পুনর্বিচার করার নির্দেশ দিয়েছেন মিশরের একটি আদালত।

রোববার (৩০ সেপ্টেম্বর) কায়রোর আদালত আগামী ৭ অক্টোবর থেকে এ পুনর্বিচারের নির্দেশ দেওয়া হয়। মোহাম্মদ বদিকে মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মনে করা হয়।

আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে।

মৃত্যুদণ্ড প্রাপ্ত এ নেতা বর্তমানে মিশরের একটি কারাগারে বন্দি রয়েছেন। মুসলিম ব্রাদারহুডের সমর্থিত মিসরের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের আন্দোলনের সময় হত্যা ও রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়।

সেসময় প্রেসিডেন্ট আবদলে ফাত্তাহ আল সিসির সরকার মামলা দায়ের করে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেন। ওই মামলায় মিশরের একটি আদালতে বিচারকার্য শেষে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ বদি ও মুসলিম ব্রাদারহুডের শীর্ষ ১৪ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। মামলায় মোহাম্মদ বদির বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
টিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।