রোববার (৩০ সেপ্টেম্বর) পাকিস্তান নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মীরের প্রধান ফারুক হায়দার খান এ অভিযোগ তোলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
১৯৪৭ সালে পৃথক হওয়ার পর থেকে কাশ্মীর নিয়ে বিবাদ তৈরি হয় পাকিস্তান ও ভারতের। যা এখনও বিদ্যমান। মুসলিম অধ্যুষিত এ অঞ্চলটি প্রতিবেশি দেশ দু’টির মধ্যে ভাগ হয়ে গেছে। পুরো ক্শ্মীর দখলে পারমাণবিক শক্তিধর দেশ দুটি কয়েকবার যুদ্ধেও জড়িয়েছে।
আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী ফারুক হায়দার খান অভিযোগ করেন, দেশ দুটির সীমান্ত লাইন অব কন্ট্রোলে তার বেসামরিক হেলিকপ্টারে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বিবৃতিতে হায়দার খান বলেন, ভারতীয় সেনাবাহিনী গুলি করেছে কারণ তারা দেখাতে চেয়েছে পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করেছে। কিন্তু গুলি চালানোর সময় হেলিকপ্টারটি পাকিস্তানের আকাশসীমায় ছিলো।
এদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেভেন্দ্র আনান্দ বলেন, পাকিস্তানের হেলিকপ্টারটি লাইন অব কন্ট্রোলের পাশে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে।
সম্প্রতি ভারত ও পাকিস্তান উভয় দেশ লাইন অব কন্ট্রোলে সহিংসতা ও বোমাবর্ষণের মতো ঘটনা ঘটায়।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এএইচ