ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা আটকে দিলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা আটকে দিলো পুলিশ কৃষকদের পদযাত্রায় পুলিশি বাধা

ঋণ মওকুফ, বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি এবং কৃষকদের জন্য জাতীয় কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে রাজধানী দিল্লি অভিমুখে পদযাত্রা শুরু করে ভারতের কিষাণ ইউনিয়ন। এ পদযাত্রার নাম ‘কিষাণ ক্রান্তি পদযাত্রা’। কিন্তু দিল্লির প্রবেশমুখেই টিয়ার গ্যাস ও ‍জলকামান ছুড়ে হাজারও কৃষকের পদযাত্রা আটকে দেয় দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২ অক্টোবর) দিল্লি-উত্তর প্রদেশ সীমান্ত দিয়ে হাজারও কৃষক রাজধানী অভিমুখে প্রবেশের চেষ্টা করে। কিন্তু ব্যারিকেডের বাধায় থেমে যায় তাদের পদযাত্রা।

অনেকেই স্লোগান দিয়ে ব্যারিকেড ভাঙারও চেষ্টা করেন। কিন্তু পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। আহত হন অনেক কৃষক।  

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাঁচজন বা তার বেশির জনসমাবেশ, জনসভা ও শব্দ পরিবর্ধক যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে।  

তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তাদের কেন দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে না? এটা ঠিক নয়। আমরা কৃষকদের সঙ্গে আছি।  

উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও কৃষকদের সঙ্গে সংহতি জানিয়েছেন। তিনি বলেন, কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি এ সরকার পূরণ করেনি। ফলে এটা খুব স্বাভাবিক যে কৃষকরা প্রতিবাদ করবে। তাদের আটকে দেওয়ার ঘটনা অনাকাঙ্খিত। আমরা কৃষকদের সঙ্গে রয়েছি।  

পদযাত্রার আয়োজক ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি নরেশ টিকাইট বলেন, এখানে আমাদের কেন আটকানো হবে? সুশৃঙ্খলভাবেই পদযাত্রা করা হয়েছে। আমাদের সমস্যা আমাদের সরকার যদি না জানতে পারি, তবে কার কাছে সমস্যা জানাবো? 

সেপ্টেম্বরের ২৩ তারিখে হরিদওয়ারের টিকাইট ঘাট থেকে কৃষকদের এ পদযাত্রা শুরু হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।