ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্রিমিয়ার কলেজে হামলায় নিহত ১৮ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ক্রিমিয়ার কলেজে হামলায় নিহত ১৮  কার্চ শহরের একটি কলেজে ভয়াবহ বিস্ফোরণ

ক্রিমিয়া উপদ্বীপের কার্চ শহরের একটি কলেজে হামলায় অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৪০ জন। ২০ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

বুধবার (১৭ অক্টোবর) রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রাথমিকভাবে বলা হয়, গ্যাস বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটে।

 

তবে বিস্ফোরণের ঘণ্টাখানেক পর রাশিয়ান এন্টি-টেরোরিজম ইউনিট নিশ্চিত করেছে, বিস্ফোরক দ্রব্যের কারণে এ দুর্ঘটনা ঘটে। এখন সংশ্লিষ্টরা বলছেন, কার্চের টেকনিক্যাল কলেজটিতে নিহতরা সবাই গুলিবিদ্ধ হয়েছেন।  

রাশিয়ার তদন্তকারীরা বলছেন, ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী এ হামলার পেছনে জড়িত থাকতে পারে। সে আত্মহত্যা করতে চেয়েছিল।  

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন। এ ঘটনাকে ‘ট্র্যাজিক’ হিসেবে আখ্যাও দিয়েছেন তিনি।  

এক সরকারি কর্মকর্তা বলেছেন, ৮৫০ জন ছাত্রের টেকনিক্যাল কলেজটিতে হামলার ঘটনায় নিহত সবাই ছাত্র। তদন্তকারীরা তাদের প্রথম বিবৃতিতে বলেছেন, ‘ধাতব বস্তু’ থাকা একটি বিস্ফোরক দ্রব্য কলেজের ডাইনিং এলাকায় বিস্ফোরিত হয়।  

ঘটনাটিকে এর আগে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে আখ্যা দেওয়া হলেও রাশিয়ান তদন্তকারীরা একে এখন ‘গণ হারে হত্যা’ বলছেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮/আপডেট: ২০৩৮ ঘণ্টা
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।