প্রায় নয় বছর ধরে নির্মাণ করা বহুল প্রত্যাশিত ওই সেতুটি আসছে ২৩ অক্টোবর থেকে চালু করা হবে। আর এটি চালু হলে দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক সুবিধা বেড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে।
সেতুটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে হংকং-ঝুহাই-ম্যাকাওয়ে যোগাযোগ স্থাপনকারী সেতুটি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ করবে। ২০০৯ সালে কাজ শুরু করা ‘হংকং-ঝুহাই-ম্যাকাও’ সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হবে চীনের গুয়াংডং প্রদেশে। যদিও ২৩ অক্টোবর থেকেই সেতুটি পুরোপুরি খুলে দেওয়া হবে কি-না সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে হংকং-ঝুহাই-ম্যাকাও’র মধ্যে একমাত্র পরিবহন হলো- দীর্ঘ এক ঘণ্টার ফেরি। তবে এ সেতু চালু হলে দক্ষিণ চীনের ওই তিনটি শহরের মধ্যে যাতায়াতে মাত্র ৩০ মিনিট বা এরও কম সময় লাগবে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এপি/টিএ