রোববার (২১ অক্টোবর) দেশটির ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য ঘিরে কয়েকজন চালকের বিরূপ মন্তব্যে কষ্ট পেয়ে মাহাথির মোহাম্মদ পদত্যাগের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহাথির বলেছিলেন, আমি সমাজের সবার সুবিধার জন্য সবচেয়ে ভালো কিছু করতে চাই।
পরে ড. মাহাথির বলেন, আমি সব ট্যাক্সি চালকদের সাহায্য করার চেষ্টা করছি। যদি মনে করেন আমি সাহায্য করতে পারবো না, তবে আপনারা ভেবে দেখেন সমাধান কি আছে। আমি সাহায্য করতে প্রস্তুত। যদি আপনারা আমাকে সেটা করতে সাহায্য করেন, তবেই আমি পারবো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মালয়েশিয়ায় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান গ্র্যাব ঘিরে ট্যাক্সি চালকদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে। এর অংশ হিসেবে কয়েকজন চালক অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রীর বক্তব্যকে একরকম অনাস্থা দিয়েই হাউস থেকে বেরিয়ে যান। পরে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
টিএ