আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, রোববার (২৮ অক্টোবর) পেট্রোলিয়াম মন্ত্রী অর্জুন রাণাতুঙ্গাকে সাবেক বলে চিহ্নিত করে একদল উত্তেজিত জনতা ঘিরে ধরে৷ কয়েকজন তাকে জোর করে তুলে নিয়ে যেতে চাইলে দেহরক্ষীরা গুলি চালায়৷ ফলে বেশ কয়েকজন আহত হন।
রোববার সিলোন পেট্রোলিয়াম করপোরেশনে গিয়েছিলেন রাণাতুঙ্গা৷ উত্তেজিত জনতা তাকে অপহরণের চেষ্টা চালায়৷ এরপরই গুলি চালায় মন্ত্রীর দেহরক্ষীরা৷ গুলি চালানোর ঘটনা স্বীকার করেছেন পুলিশের মুখপাত্র রুয়ান গুণশেখরা৷
প্রধানমন্ত্রীর পদ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়৷ দেশটির প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা নিজের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘেকে বরখাস্ত করেন।
বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী বিক্রমাসিংঘের দাবি, প্রেসিডেন্টের এই পদক্ষেপ অসাংবিধানিক৷ আর বিক্রমাসিংঘে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন রণতুঙ্গা৷ তাকে অপহরণের চেষ্টার পেছনে প্রতিপক্ষ দল তথা রাজপক্ষের অনুসারীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদশে সময়: ০২৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
টিআর/এএটি