রোববার (২৮ অক্টোবর) দ্বিতীয় দফার ৫০ শতাংশ নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর আগে ০৭ অক্টোবর প্রথম দফায় অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সকল সমালোচনা ডিঙিয়ে গিয়ে বলসোনারো ভোট পেয়েছিলেন ৪৬ শতাংশ।
দ্বিতীয় দফার ভোটে ৯৯ শতাংশ ব্যালট কাউন্ট করা হয়। তার মধ্যে হাদাদকে ১০.২ শতাংশ ভোটের ব্যবধান দিয়ে পেছনে ফেলে এগিয়ে যান বলসোনারো। তিনি দেশটির সেনা কর্মকর্তা ছিলেন।
৬৩ বছর বয়সী বলসোনারো সমকামিতা, নারী ও সংখ্যালঘু নিয়ে বক্তব্য দিতে গিয়ে অনেক সমালোচিত। তবে রাজনৈতিক বিচক্ষণতা ও অপরাধের বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গির কারণে অনেকেই সমর্থন করে তাকে। সমর্থকরা তাকে ঐক্যের প্রতীক হিসেবে দেখে থাকেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
টিএ