সোমবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, আঞ্চলিক নির্বাচনে তার দলের বিপর্যয়ের পরপরই এমন সিদ্ধান্ত নিলেন মার্কেল।
২০০০ সাল থেকে সিডিইউ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাঞ্জেলা মার্কেল। বলা হচ্ছে, তিনিই দীর্ঘদিন ধরে দলটির প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন।
২০০৫ সালের পর থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন এ নারী কূটনীতিক। তবে দলীয় পদ থেকে সরে দাঁড়ালেও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এএইচ /