উদ্ধারকারী সংস্থার অপারেশনাল ডিরেক্টর সূর্য বামবাং জানান, লায়ন এয়ারলাইন্সের বিমানে তিন শিশু, দুই পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ ১৮৯ জন আরোহী ছিলো। এদের কেউ বেঁচে নেই।
>>আরো পড়ুন...১৮৯ আরোহী নিয়ে ইন্দোনেশীয় প্লেন বিধ্বস্ত
এরঅাগে, সোমবার (২৯ অক্টোবর) লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এর ১৩ মিনিট পর অর্থাৎ ৬টা ৩৩ মিনিট থেকেই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। সমস্যা বুঝতে পেরে বিমানের পাইলট আবার বিমানটি নিয়ে ফিরে আসতে চেয়েছিলেন এবং কন্ট্রোল টাওয়ার তাকে সে অনুমতিও দিয়েছিল কিন্তু এরপরই তিনি যোগাযোগ হারিয়ে ফেলেন।
>>বিধ্বস্ত প্লেনটি বোয়িংয়ের সর্বাধুনিক মডেলের
বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এনটি