স্থানীয় আবহাওয়া অফিসের বরাত দিয়ে সোমবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বন্যার পর প্রচণ্ড বাতাসের কারণে ভেনিসে তীব্র ঢেউ আছড়ে পড়ছে। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা দাঁড়াচ্ছে ১৫৬ সেন্টিমিটারেও (৫ ফুটের বেশি)।
এই বন্যা পর্যটনের আকর্ষণীয় কেন্দ্রটিতে স্বাভাবিক জীবনযাপন করছে ব্যাহত। তবে কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি মোকাবেলায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেন, উপসাগরীয় অঞ্চলে নির্মিত জলাধারের কারণে ভেনিসে অতিরিক্ত পানি উঠেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এমনটি আর হবে না। তাছাড়া এখন পানি অপসারণেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইতালির বিখ্যাত এ শহরটিতে শুধু চলতি বছরেই এভাবে চার বার পানি উঠেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
টিএ