ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শুনানি শুরু হচ্ছে জার্মানির সেই ‘সিরিয়াল কিলার’ নার্সের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
শুনানি শুরু হচ্ছে জার্মানির সেই ‘সিরিয়াল কিলার’ নার্সের নিয়েলস হোগেল

জার্মানির ‘সিরিয়াল কিলার’ নার্স নিয়েলস হোগেল শতাধিক রোগী হত্যার অভিযোগে অভিযুক্ত। বিশ্বযুদ্ধোত্তর জার্মানির ইতিহাসে সবচেয়ে বড় এ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার শুনানি শুরু হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ অক্টোবর) থেকে নিয়েলস হোগেলের সিরিয়াল কিলিংয়ের শুনানি শুরু হচ্ছে।  

৪১ বছর বয়সী হোগেল রোগী হত্যার দায়ে প্রায় এক দশকের কাছাকাছি সময় জেলে কাটিয়েছেন।

অভিযোগ রয়েছে, সিরিয়াল কিলার এ নার্স রোগীদের ইচ্ছাকৃতভাবেই অতিরিক্ত মাত্রায় ওষুধ দিতেন। তিনি শেষ মুহূর্তে রোগীদের পুনরুজ্জীবিত করতে চাইতেন।  

ইতোমধ্যেই যাবজ্জীবন সাজা পেয়েছেন হোগেল। তিনি হত্যার দায়ও স্বীকার করেছেন। এমনকি যাবজ্জীবন সাজার মধ্যে এক দশকের মতো কারাভোগও করেছেন তিনি।

তদন্তকারীরা বলছেন, ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে ওলডেনবার্গ হাসপাতালে অন্তত ৩৬ জন রোগীকে হত্যা করেন এ নার্স। এছাড়াও ডেলমেনহর্সটে ক্লিনিকে আরও ৬৪ জনকে হত্যা করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।