ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৃহস্পতিবার সাঁতার কাটতে উন্মুক্ত হচ্ছে গোয়ার সৈকতগুলো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
বৃহস্পতিবার সাঁতার কাটতে উন্মুক্ত হচ্ছে গোয়ার সৈকতগুলো গোয়ার সমুদ্র সৈকত, ছবি: সংগৃহীত

ঢাকা: কয়েক সপ্তাহ পর আবারও সাঁতারের জন্য খুলে দেওয়া হচ্ছে ভারতের গোয়ার রাজ্যের সমুদ্র সৈকতগুলো।

আসছে বৃহস্পতিবার (১ নভেম্বর) থেকে সৈকতগুলোতে সাঁতার কাটতে উন্মুক্ত করে দেওয়া হবে বলে বুধবার (৩১ অক্টোবর) দেশটির একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নিশ্চিত করে। এর আগে নিরাপত্তার কথা ভেবে সৈকতগুলোতে সাঁতার কাটা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

গোয়ার লাইফসেভিং লাইফগার্ড সংস্থা ‘দৃষ্টি মেরিন’ বিবৃতিতে জানিয়েছে, ১ নভেম্বর থেকে গোয়ার সব সৈকত সাঁতারের জন্য খুলে দেওয়া হবে।  

এছাড়া সংস্থাটি প্রতিদিন সকালে আবহাওয়া এবং সমুদ্রের অবস্থার ওপরে নজর রাখা ছাড়াও নিজেদের ৬০০ শক্তিশালী লাইফগার্ড ফোর্সের মাধ্যমে গোয়ার সৈকত পরিচালনা করবে। সেইসঙ্গে নিশ্চিত করবে পর্যটকদের নিরাপদ জোনে সাঁতার কাটার বিষয়টিও।

যদিও গোয়ার বেশির ভাগ সৈকত নিরাপদ। তারপরও দৃষ্টি কিছু মৌলিক নিরাপত্তার বিষয় মেনে চলার পরামর্শ দেয়।

তাদের পরামর্শ অনুযায়ী, লাল-হলুদ পতাকা এলাকাতে সাঁতার কাটা নিরাপদ। অন্যদিকে, শুধু লাল পতাকা দিয়ে চিহ্নিত অঞ্চলগুলোতে সাঁতার অনিরাপদ।

গোয়ায় প্রতিটি সৈকতের প্রবেশপথে নিরাপত্তা সম্বলিত সংকেত দেওয়া আছে।

ভারতের অন্যতম শীর্ষ পর্যটন এলাকাগুলোর মধ্যে গোয়ারের সৈকতগুলোও একটি।

প্রতি বছর প্রায় আট মিলিয়ন পর্যটক গোয়ায় ঘুরতে যান। আর তার মধ্যে অর্ধ মিলিয়নই (৫ লাখ) বিদেশি।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।