এদিকে, ওই হামলা চলাকালে ছয় বিদ্রোহীও নিহত হন।
সোমবার (০৫ নভেম্বর) সকালে এ হামলা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।
গাজনির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরিফ নূরী বলেন, নিহতদের মধ্যে সাতজন সৈনিক। আর অন্য ছয়জন পুলিশের সদস্য।
তিনি আরও বলেন, আফগান বাহিনীর সঙ্গে তিন ঘণ্টা যুদ্ধ চলাকালে ছয় বিদ্রোহীও নিহত হন। এছাড়া তাদের মধ্যে থেকে আহত হন আরও ১০ জন।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মিডিয়ায় পাঠানো বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছেন।
এর আগে চলতি বছরের আগস্টে দেশটিতে সেনাবাহিনীর এক ঘাঁটিতে তালেবান সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ সেনা সদস্য নিহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এপি/টিএ