ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে বিয়ে অনুষ্ঠানে গুলি, ২ নারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
উত্তর প্রদেশে বিয়ে অনুষ্ঠানে গুলি, ২ নারী নিহত বিয়ের প্রতীকী ছবি

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে একটি বিয়ে অনুষ্ঠানে গুলি চালানো হয়েছে। এতে অনুষ্ঠানের দুই নারী অতিথি নিহত হয়েছেন। সেইসঙ্গে আরও চার নারী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) দিনগত মধ্যরাতে রাজ্যটির মরাদাবাদ জেলায় এ ঘটনা ঘটে।

নিহত দুই নারী হলেন- রোসাম (৪৩) ও কোসাম (৫০)।

গুলিতে তারা ঘটনাস্থলেই মারা যান।

দেশটির পুলিশ বলছে, বিয়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুর্বৃত্তরা প্রথমে আকাশের দিকে গুলি ছোড়ে। এরপর অনুষ্ঠানের অতিথিদের লক্ষ্য করে গুলি ছোড়তে শুরু করে। এতে ছয় নারী গুলিবিদ্ধ হন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান।  

মুধাপান্দে গ্রাম পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি অদ্ভুত এবং অস্বাভাবিক। কারা এর সঙ্গে জড়িত বা কেনো এমনটি ঘটেছে, তার তদন্ত করে দেখছে নিরাপত্তা বাহিনী।

পুলিশের ডেপুটি কমিশনার পঙ্কজ সিং বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।