ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় মাইন বিস্ফোরণে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৩, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
সিরিয়ায় মাইন বিস্ফোরণে নিহত ২৪ সিরিয়া

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পুতে রাখা মাইন বোমা বিস্ফোরণে একটি ভ্যানগাড়িতে থাকা ২৪ জন শ্রমিক নিহত হয়েছেন।

সিরিয়ার নিউজ এজেন্সি সানার প্রতিবেদন বলছে, রোববার (২৪ ফেব্রুযারি) সালামিয়েহের কেন্দ্রীয় শহরের কাছে এই বোমা হামলার ঘটনা ঘটে। এলাকাটি আইএসের নিয়ন্ত্রণে থাকাকালীন সময়েই মাইন বোমাগুলো পুতে রাখা হয়েছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

সিরিয়া ও পাশ্ববর্তী ইরাকের প্রায় সব এলাকাতেই আইএসের আধিপত্য ছিল। সেখান থেকে তারা চলে গেলেও তাদের রাখা এসব বোমা ও ফাঁদগুলো রয়ে গেছে। এগুলো এখনও পুরোপুরি পরিষ্কার করা হয়নি।  

সিরিয়ায় ফেব্রুয়ারির শুরুতেই পুতে রাখা মাইন বোমা বিস্ফোরণে প্রায় সাতজন মারা গিয়েছিল।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।