বৃহস্পতিবার (১৪ মার্চ) অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান আলী তরাবপুর সংবাদ সংস্থা ফার্সকে বলেছেন, বিস্ফোরণের এ ঘটনায় একটি বাস, ট্রাক ও গাড়িতে আগুন ধরে যায়। এতে কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পারস্য উপসাগরের কাছে আহভাজ ও মাহশাহর শহরের মধ্যবর্তী সংযুক্ত গ্যাস পাইপলাইনে বিস্ফোরণটি হয়।
অবকাঠামোগত ভঙ্গুর দশার কারণে ইরানে এ ধরনের ঝুঁকির আশঙ্কা বেশি। বহু বছর ধরে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এ সমস্যার সমাধানও করতে পারছে না তারা। তাছাড়া এ ধরনের ঝুঁকি মোকাবিলায় দেশটিতে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাও খুব নিম্নমানের।
২০১৮ সালের আগস্ট মাসেও দেশটির রাজধানী তেহরানের একটি স্পোর্টস কমপ্লেক্সে গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিনজন শ্রমিক নিহত হন।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসএ/এএ