শুক্রবার (৩০ মার্চ) দেশটির এক প্রসিকউটর এ কথা জানিয়েছেন।
মালির মোপটি অঞ্চলের প্রসিকিউটর আজা আউল্ড মোহামেদ নাজিম জানান, হামলার ঘটনায় চিকিৎসাধীন আহতদের মধ্যে থেকেই এ পাঁচ হামলাকারীকে চিহ্নিত করেছে আহত অন্য ব্যক্তিরা।
আটকদের পাহারার মাধ্যমে রাজধানী বামাকোতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
গত ২৩ মার্চ স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির ওগোসাগোও ও ওয়েলিনগারা গ্রামে ফুলানি সম্প্রদায়ের লোকজনের ওপর বন্দুকধারীরা হামলা চালালে ১৫৭ জন নিহত হন।
এ হত্যাকাণ্ডের তদন্তে মানবাধিকার বিশেষজ্ঞ দল পাঠিয়েছে জাতিসংঘ। এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, হামলার ঘটনাটি তাদের বিচার ব্যবস্থার আওতায় পড়তে পারতা।
সম্প্রতি দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অন্তঃদ্বন্দ্বের পাশাপাশি জঙ্গিগোষ্ঠীর সহিংসতা বেড়ে গেছে। জাতিগত এ দ্বন্দ্বের জেরেই আল-কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠী এবং ইসলামী স্টেট (আইএস) মালি এবং পার্শ্ববর্তী দেশ বুর্কিনা ফাসো ও নাইজারে চোরাগোপ্তা হামলা চালিয়ে আসছে।
২০১৩ সাল থেকে দেশটিকে এসব জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে সহায়তা করছে ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। বর্তমানে আফ্রিকার সাহেল অঞ্চলে ফ্রান্সের প্রায় ৪ হাজার ৫০০ সেনা রয়েছে। পাশাপাশি সেখানে মোতায়েন রয়েছে মার্কিন সৈন্যও।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসএ