ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ বিএসএফ সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ বিএসএফ সদস্য নিহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চার সদস্য নিহত এবং দুই সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে ছত্তিশগড়ের কঙ্কার জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, সকালে কঙ্কার জেলায় বিএসএফের অভিযান চলাকালীন মাওবাদীরা গুলি চালানো শুরু করলে পাল্টা গুলি চালায় বিএসএফ।

এরপর তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ বন্দুকযুদ্ধে বিএসএফের চার সদস্য নিহত এবং দুই সদস্য আহত হন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯/আপডেট: ১৯০০

টিএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।