বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দেশটির লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন মৃত সংখ্যা ৬০ ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করে।
অর্গানাইজেশনটি জানায়, গেলো মার্চ থেকে শুরু হওয়া বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ইরানের পশ্চিমাঞ্চলেই শুধু মৃত্যু হয়েছে ২১ জনের।
মধ্যপ্রাচ্যের দেশটিতে বর্তমানে উদ্ধার অভিযান চলছে দ্রুত গতিতে। এছাড়া নতুন করে আবার কিছু এলাকায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে প্লাবিত হয়ে যেতে পারে নতুন অঞ্চলও। এ নিয়ে এসব এলাকায়ও বিধ্বংসের সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দেশটিতে মারাত্বক বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে পড়েছেন। একইসঙ্গে অনেকের খাদ্য, পানি, তাঁবু এবং কম্বলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রবল বর্ষণের কারণে দেশের ১৪১টি নদীর পানি বেড়ে তীর টপকে বিশাল এলাকা ভাসিয়ে দিয়েছে। এতে বিভিন্ন শহরের ৭৮টি রাস্তায় যান চলাচল বন্ধ। অনেক গ্রামঞ্চলও অচল হয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
টিএ