রোববার (২১ এপ্রিল) থুরায়ুর শহরের কাছে কারুপাস্বামী মন্দিরে ‘চিত্রা পূর্ণিমা’ উৎসবের ‘পাদিকাসু’ (মন্দিরের পয়সা বিতরণ) চলাকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পুরোহিতরা পয়সা বিতরণ শুরু করলে পুণ্যার্থীদের একটি দল আগে যাওয়ার জন্য ধাক্কাধাক্কি শুরু করে।
ধর্মানুরাগীরা বিশ্বাস করেন, মন্দিরের দেওয়া পয়সা গৃহে রাখলে পরিবারে রোজগার বাড়ে, সমৃদ্ধি আসে। সেজন্য চিত্রা পূর্ণিমার উৎসবে সবচেয়ে বেশি ভিড় জমে পয়সা বিতরণের সময়।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। হতাহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি অনুদান ঘোষণা করেছেন মোদী, আর পালানিস্বামী নিহতদের জন্য এক লাখ এবং আহতদের জন্য ঘোষণা করেছেন ৫০ হাজার রুপি অনুদান।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এইচএ/