এর মধ্যে সকাল ৯টা নাগাদ প্রায় দু’শ’ কিলোমিটার বাতাসের গতিবেগে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণী। তাণ্ডব চালিয়ে এরইমধ্যে কেড়ে নিয়েছে ৬ প্রাণ।
একদিনে ফণী যখন তার তাণ্ডব চালাচ্ছে অন্যদিকে উড়িষ্যার রেলওয়ে হাসপাতালে এক মায়ের কোলজুড়ে এসেছে এক কন্যা শিশু। আর ঝড়ের মধ্যে জন্ম নেওয়ায় শিশুটির নাম ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে ‘ফণী’।
এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে জানা গেছে, বেলা ১১টা ৩ মিনিটের দিকে মাঞ্চেসরের রেলওয়ের কোচ রক্ষণাবেক্ষণ কারখানার এক নারী কর্মী জন্ম দিয়েছেন এক কন্যা শিশুর। মা-শিশু দুইজনই ভালো আছেন।
ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশের দেওয়া নাম। এর অর্থ সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী। ইংরেজিতে (Fani) লেখা হলেও এর উচ্চারণ ‘ফণী’।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ০৩, ২০১৯
জেডএস