ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোয়িংয়ের প্লেন রানওয়ে থেকে ছিটকে ফ্লোরিডার নদীতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ৪, ২০১৯
বোয়িংয়ের প্লেন রানওয়ে থেকে ছিটকে ফ্লোরিডার নদীতে নদীতে পড়ে যাওয়া বোয়িং-৭৩৭ প্লেন, ছবি: সংগৃহীত

ঢাকা: ১৩৬ আরোহী নিয়ে ফ্লাইট অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে ফ্লোরিডার একটি নদীতে গিয়ে পড়েছে বোয়িং-৭৩৭ মডেলের একটি প্লেন। তবে প্লেনটি নদীতে পড়ায় আরোহীদের কারও কোনো ক্ষতি হয়নি।

শুক্রবার (০৩ মে) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় শনিবার ০৪ মে সকাল) অঙ্গরাজ্যটির এসটি জনস নদীতে গিয়ে প্লেনটি পড়ে যায়।

যুক্তরাষ্ট্র সরকার প্লেন এবং এর আরোহী উদ্ধারে অভিযান শুরু করেছে।

দেশটির নিরাপত্তা বাহিনী অনেক যাত্রীকে উদ্ধার করতেও সক্ষম হয়েছে।

ফ্লোরিডার জ্যাক্সনভিলের নেভাল এয়ার স্টেশন জানিয়েছে, প্লেন নদীতে গিয়ে পড়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। এ ঘটনায় আরোহীদের কারও কোনো ক্ষতি হয়নি।

ফ্লোরিডার জ্যাক্সনভিলের নেভাল এয়ার স্টেশনের মুখপাত্র বলছেন, যেখানে গিয়ে প্লেনটি পড়েছে, সেখানে পানি কম ছিল। যে কারণে প্লেনটি পানিতে নিমজ্জিত হয়নি।

এ বিষয়ে জ্যাক্সনভিল শহরের মেয়র লেনি কোরি টুইটে বলেছেন, ১৩৬ আরোহীর প্লেন রানওয়ে ছিটকে নদীতে গিয়ে পড়ে গেছে, ব্যাপারটি আমি জেনেছি। আমাদের জরুরি নিরাপত্তা কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এ ঘটনায় যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।