বুধবার (৮ মে) স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
জানা যায়, লাহোরের বিখ্যাত ‘দাতা দরবার’ সুফি মাজারের বাইরে এ হামলা চালানো হয়।
লাহোর পুলিশ প্রধান ঘাজানফার আলী জানান, মাজারের বাইরে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।
তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
দেশটির টেলিভিশন ফুটেজে দেখা যায়, হামলায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
এর আগে ২০১০ সালে এ মাজারেই আত্মঘাতী বোমা হামলায় কয়েক ডজন মানুষ হতাহত হয়।
২০১৪ সালে পেশওয়ারের একটি স্কুলে তালেবান হামলায় ১৪৪ জন নিহত হওয়ার পর থেকেই অভিযান চালিয়ে আসছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে এ ধরনের হামলা পূর্বের তুলনায় কমলেও, এখনও প্রায়ই দেশটিতে হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এসএ/