ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোতে নৌকা ডুবিতে ৩০ জনের প্রাণহানি, নিখোঁজ ২০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ২৮, ২০১৯
কঙ্গোতে নৌকা ডুবিতে ৩০ জনের প্রাণহানি, নিখোঁজ ২০০

ঢাকা: মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর মাই অ্যানডোম্বে লেকে একটি নৌকা ডুবে ৩০ জনের প্রাণহানি হয়েছে। আর নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২০০ জন।

সোমবার (২৭ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা যায়, শনিবার (২৫ মে) ৪০০ জন যাত্রী নিয়ে নৌকাটি মাই অ্যানডোম্বে প্রদেশের ইনোঙ্গো থেকে বোলিয়াঙ্গওয়ার দিকে যাচ্ছিল।

এর মধ্যে নৌকাটি ডুবে গেলে ৩০ জনের প্রাণহানি হয়। ঘটনাস্থল থেকে ১৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও কমপক্ষে ২০০ জন নিখোঁজ রয়েছেন।

নৌকাটি ডোবার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই এটি ডুবে গেছে।

কঙ্গোতে সড়ক পথে যাতায়াতের ব্যবস্থা ভালো না হওয়ায় নৌপথেই যাত্রা করে থাকেন দেশটির জনগণ। ফলে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে প্রাণহানি এড়াতে নৌপথে চলাচলকারীদের লাইফ জ্যাকেট পরিধান করার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। এর আগে গত মাসেও দেশটির কিভু লেকে দু’টি নৌ দুর্ঘটনায় ১৬৭ জনের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।