১৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই প্রতিবাদকারী কিশোর বলেছে, সে গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের দুই মসজিদে হামলায় নিহত ৫১ মুসল্লির পরিবার এবং আহতদের প্রায় এক লাখ ডলার আর্থিক সহায়তা দিয়েছে।
এই হামলার জন্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মুসলিম অভিবাসীদের দায়ী করে বক্তব্য দিয়েছিলেন ‘উগ্রপন্থি’ বলে পরিচিত কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সিনেটর অ্যানিং।
তার এমন ‘দায়িত্বজ্ঞানহীন ও বর্ণবাদী’ বক্তব্যের প্রতিবাদে ১৬ মার্চ অ্যানিংয়ের মাথায় প্রকাশ্যে ডিম ভেঙে দেন ক্যানলি। অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ভিডিও। ভিডিওটিতে দেখা যায়, মেলবোর্নে সিনেটর অ্যানিং সাংবাদিকদের ব্রিফ করছিলেন। তখন পাশ থেকে ক্যানলি অকস্মাৎ অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে দেয় । ডিমটি ভেঙে ভেতরের অংশ সিনেটরের মাথায় লেগে যায়।
ঘটনাটির পর ক্যানলি পরিচয় পেয়ে যায় ‘ডিম বালক’ হিসেবে। একটি বর্ণবাদী ও বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিবাদ করায় ক্যানলির পক্ষে আইনি লড়াইয়ের জন্য অনুদানের বন্যাও লেগে যায়। রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বহু অর্থের মালিক বনে যায় সে। যা থেকে ক্যানলি এবার এক লাখ ডলার অনুদান দিয়েছে মুসলমানদের সম্মানে।
আরও পড়ুন>>
‘ডিম বালক’কে মারধরের অভিযোগ থেকে রেহাই পেলেন সেই সিনেটর
বর্ণবাদী সেই সিনেটরের মাথায় ডিম ভাঙলো কিশোর
হামলা নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে অজি সিনেটর
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২৯, ২০১৯
টিএ