ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, মে ৩০, ২০১৯
মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১ ধাক্কা লেগে গাড়ি দু’টিতে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

ঢাকা: মেক্সিকোয় যাত্রীবাহী বাসের সঙ্গে ছোট ট্রাকের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৯ মে) দেশটির পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশের মালট্রাটা হিলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হতাহতদের বেশিরভাগ বাসযাত্রী।

তারা মেক্সিকো শহরের একটি ক্যাথলিক মন্দিরে প্রার্থনা শেষে দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে ফিরছিলেন।  

কর্মকর্তারা জানান, মালট্রাটা এলাকার পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি আরেকটিকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।  

ফরেনসিক কর্মীরা জানান, বাস থেকে ১৭ জন ও ট্রাক থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

২০০৬ সালে একই এলাকায় একটি বাস গিরিখাতে পড়ে গেলে অন্তত ৫০ জন খ্রিস্টান ধর্মযাজক নিহত হন। এ দুর্ঘটনাটিও পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।